নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাংলায় ভূতের সিনেমার সংখ্যা খুবই কম। তার ওপর একেবারে ছোটদের জন্য তৈরি ভূতের সিনেমা তো প্রায় নেই বললেই চলে। আর এই জায়গাতেই বাজিমাত করেছেন পরিচালক প্রীতম মুখোপাধ্যায়। তাঁর ‘রিষ’ ছবিটি একাধারে যেমন ছোটদের দেখার মতো, তেমনই বড়রাও রীতিমত উপভোগ করবেন এই ছবি। রিষ অর্থাৎ ক্ষোভ। বুধবার দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘রিষ’।
‘রিষ’- ছবির মুক্তি উপলক্ষে প্রেক্ষাগৃহে ছিল টলিউড তারকাদের ভীড়। ‘রিষ’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক। এছাড়াও শিশু শিল্পীর চরিত্রে রয়েছে বছর ছয়েকের ছোট্ট কিয়ানা মুখোপাধ্যায়। কিয়ানা পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের কন্যা। যে হাসি মুখে প্রতিদিন প্রস্থেটিক মেক আপ করা ও তোলার যন্ত্রণা সহ্য করেছে। ওই টুকু শিশুর এই সহ্যশক্তিতে অবাক টলিউডের অনেক বরিষ্ঠ নামী শিল্পীরাও। মেয়ের এমন পারদর্শিতা কিছুটা অবাক করেছে পরিচালক পিতাকেও।
এই ছবিতে কিয়ারার বাবার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস। ও দর্শনা বণিক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও চান্দ্রেয়ী ঘোষ, রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালি মুখোপাধ্যায় ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে। বিশেষত ছোট্ট কিয়ানার অভিনয় কেড়ে নিয়েছে সমস্ত লাইমলাইট। সৌরভ দাস বলেন, রিষ-এর চরিত্রটি বেছে নেওয়ার কারণ, তিনি প্রথমবার Horror জনারের ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি।
দর্শনা বলেন, মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ আসাতেই এমন ছবি বেছে নিয়েছেন তিনি। তাঁর মতে, বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষানিরীক্ষা করতেই তিনি পছন্দ করেন।
ভূতের সিনেমা মানেই সেখানে সাউন্ড ও লাইটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ছবিতে মিউজিক দিয়েছেন তরুণ সুরকার সুপ্রিয় সোম। গান গেয়েছেন রূপম ইসলাম, সিদ্ধার্থ রায় (সিধু), অভিজিৎ বর্মণ (পটা)। তাঁর প্রথম ছবিতে রূপম, সিধু, পটার মতো গায়কের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সুপ্রিয়।