নিউজ ওয়েভ ইন্ডিয়া: চুটিয়ে প্রেম করছেন জন ভট্টাচার্য ও ঐন্দ্রিলা বসু। তবে সেটা অনস্ক্রিন। পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরীর ‘অন্য ভ্যালেন্টাইন’ ছবিতে জমে ক্ষীর এই জুটির প্রেমপর্ব।
টেলিপাড়ায় জন ভট্টাচার্য এখন যথেষ্ট পরিচিত মুখ। ‘বোঝে না সে বোঝে না’, ‘মিঠাই’, ‘রিমলি’-একের পর এক জনপ্রিয় সিরিয়ালের দৌলতে জনের আনাগোনা এখন বাঙালির ড্রয়িং রুমে। সম্প্রতি ‘গোলন্দাজ’ ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। অন্যদিকে ‘আলোছায়া’, ‘মন ফাগুন’-এর দৌলতে ঐন্দ্রিলা বসুও এখন খুবই জনপ্রিয় নাম। জন এবং ঐন্দ্রিলা বসুকে নিয়ে পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরী তৈরি করেছেন নতুন ছবি ‘অন্য ভ্যালেন্টাইন’। রম-কম এই ছবিতেই প্রথমবার এই জুটিকে একসঙ্গে দেখা গেছে।
কেমন ছবির গল্প? ইন্দ্র এবং রিনার সুখের সংসার। ওঁদের সংসারে আসে ইন্দ্রর খুড়তুতো ভাই আরিয়ান। সরকারি চাকরির প্রস্তুতি নিতেই তাঁর আগমন। এমন সময় রিনার বোন তৃণাও ঘুরতে আসে দিদির বাড়ি। যথারীতি তৃনার প্রেমে পড়ে আরিয়ান। কিন্তু নিজের মধ্যেই সেই প্রেম লুকিয়ে রাখে। কিন্তু একদিনের এক লোডশেডিং-এর কবলে পড়ে ওঁদের প্রেমের কী পরিণতি হয়, সেই নিয়েই ৩২মিনিটের ছবি ‘অন্য ভ্যালেন্টাইন’।
ছবির প্রসঙ্গে জন বলেন,”খুব মজা করে ছবিটা আমরা করেছি। আমাদের টিমটা খুব ভাল। অতিমারীর পর হালকা চালের কোনও ছবি দেখতেই মানুষ পছন্দ করছেন। আমরা সেটা মাথায় রেখেই অত জটিলতায় যায়নি। আশাকরি দর্শকের ভাল লাগবে।” ঐন্দ্রিলার ও এক মত। তিনিও বলেন, “ছবি নিয়ে তিনি খুবই আশাবাদী।” অন্য ভ্যালেন্টাইন” ক্লিক OTT-তে স্ট্রিমিং শুরু হয়েছে।