প্রদর্শনীর উদ্বোধন করছেন সুদীপা চট্টোপাধ্যায় ও পারিজাত চক্রবর্তী
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: শাড়ি থেকে জিন্স। লেদারের ব্যাগ থেকে জাঙ্ক জুয়েলারি। মহিলাদের ব্যবহারযোগ্য প্রায় সব ধরনের সামগ্রী নিয়ে দ্য পার্ক কলকাতার গ্যালাক্সি হলে চলছে দু’দিন ব্যপী প্রদর্শনী ও কেনাবেচা। ইন্ডিয়ান ডিজাইনার্স হাট আয়োজিত ‘Her Story’ নামে এই প্রদর্শনীটিতে স্থান পেয়েছে অভিনেত্রী রচনা ব্যানার্জির নিজস্ব স্টলও।

শুক্রবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীটির উদ্বোধন করেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় ও পারিজাত চক্রবর্তী। রচনা বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে আটকে পড়ায় তিনি আসতে পারেননি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। পারিজাত চক্রবর্তী বলেন, IDH-এর সঙ্গে তিনি ১০ বছর ধরে যুক্ত। তাই এই প্রদর্শনী তিনি দারুণ উপভোগ করছেন।

উদ্যোক্তাদের তরফে MD দেবাশিস চট্টোপাধ্যায়, সুদক্ষিণা বসু, কৃষ্ণা বসু দে, ঋতুপর্ণা চৌধুরী এবং প্রাণ উপস্থিত ছিলেন। আয়োজক দেবাশিস চট্টোপাধ্যায় জানালেন এই প্রদর্শনীতে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ৫০-এরও বেশি ডিজাইনার অংশ নিয়েছেন।

সুদক্ষিণা বসু ও কৃষ্ণা বসু দে বলেন, “এই প্রদর্শনীতে বিপুল সাড়া পেয়ে দারুন লাগছে। ক্রেতারাও এখানকার সামগ্রী খুব পছন্দ করছেন।”

ঋতুপর্ণা চৌধুরী এবং প্রাণ জানান, একছাদের তলায় এতরকমের উচ্চমানের জিনিস পাওয়া দুর্লভ। তাই কলকাতার নাগরিকদের কাছে এই প্রদর্শনীর অভিজ্ঞতা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।

শুক্র ও শনিবার প্রদর্শনীটি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে।

Share it