নিউজ ওয়েভ ইন্ডিয়া: ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পৃথিবীতে নেমে আসছে স্বয়ং পরী। যার ছোঁয়ায় একের পর এক বদলে যাবে পৃথিবীর অশুভ ঘটনাগুলি। এরকমই গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন বাংলা সিনেমা ‘পরী এল পৃথিবীতে’। প্রথমবার পরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
প্রযোজক হিসেবে এই ছবি দিয়েই টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রিয়াঙ্কা ঘোষ। সুজিত গুহর সঙ্গে ছবিটির যৌথভাবে পরিচালক প্রিয়াঙ্কা। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রাজেশ শর্মা, সুমন মুখোপাধ্যায়, লাবনী সরকার, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুমিত গঙ্গোপাধ্যায়কে।
এই ছবিতেই অভিষেক ঘটবে নবাগত অভিনেতা প্রতীক-এর। ছবিটির সঙ্গীত পরিচালক সমিধ-উরভি। প্রযোজক প্রিয়াঙ্কা জানিয়েছেন, এখন ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। আগস্ট থেকেই শুরু হবে শুটিং।
বাংলা সিনেমাতেও পরীর গল্প নিয়ে সিনেমা প্রথমবার হতে চলেছে।