'Baba Beby O' Premier Show
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বড়পর্দায় মুক্তি পেল বাবা, বেবি ও। শুক্রবার নন্দনে বৃষ্টিস্নাত সন্ধ্যায় ছবির প্রিমিয়ার শো-এ অতিথি হিসেবে ছিলেন কলাকুশলীরা ছাড়াও টলিউডের বহু তারকা।

প্রিমিয়ার শোয়ে অভিনেত্রী সোলাঙ্কি রায়
প্রিমিয়ার শোয়ে অভিনেত্রী সোলাঙ্কি রায়

উইন্ডোজ প্রযোজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায় নিবেদিত ‘বাবা, বেবি ও’ ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির দুর্দান্ত সাফল্যের পর এবার তাঁর দ্বিতীয় ছবি ‘বাবা, বেবি ও’ দর্শকদের সামনে হাজির করেছেন তিনি। ছবির ট্রেলর ও বেশ কয়েকটি গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। বিশেষ করে চমক হাসানের ‘এই মায়াবি চাঁদের রাতে’ গানটি লোকের মুখেমুখে ঘুরছে।

শুক্রবার নন্দনে ছবির প্রিমিয়ার শোয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ছবি ইতিমধ্যেই সাফল্যের ছোঁয়া পেতে শুরু করেছে। আগামী দুদিন নন্দনে সব শো-ই হাউজ ফুল।

অভিনেতা যীশু সেনগুপ্ত বলেন, কোভিড পরিস্থিতিতে দূরে সরিয়ে রেখে দু-বছর পর ফের তাঁর অভিনীত ছবি মুক্তি পাওয়ায় দারুন খুশি তিনি।

ছবির নায়িকা ও অভিনেত্রী সোলাঙ্কি রায়ের এটি বড়পর্দায় প্রথম ছবি। তাই তাঁর আনন্দের সঙ্গেও একটা নার্ভাসনেস কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

'বাবা, বেবি ও' ছবিতে অভিনয় করেছে এই দুই শিশু শিল্পী
‘বাবা, বেবি ও’ ছবিতে অভিনয় করেছে এই দুই শিশু শিল্পী

পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলেন, একেবারে বাস্তব ঘটনা থেকে এই ছবির বিষয়বস্তু নেওয়া হয়েছে। প্রেমের মোড়কে বলা এই ছবি দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর আশা।

প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামী ঘোষও। তিনি বলেন, বরাবরের মতো এই ছবিতেও সুন্দর একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে উইন্ডোজ ও পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।

অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, সারোগেসি মাদার নিয়ে ছবি হয়েছে। কিন্তু সারোগেসি ফাদার নিয়ে গল্প এই প্রথম। দর্শকদের এই ছবি ভালো লাগবে বলেই তাঁর আশা।

শুক্রবার নন্দনে প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, গৌরব চট্টোপাধ্যায়, রেশমী সেন, কৌশিক সেন, বিদিপ্তা চক্রবর্তী ও আরও অনেক তারকারা।

Share it