নিউজ ওয়েভ ইন্ডিয়া: দুই পেরিয়ে তিনে পা। তৃতীয় বর্ষে পদার্পণ করল মধ্য কলকাতার একটি নামজাদা বিউটি সাঁলো ‘Attitute Beauty Hub’। বৃহস্পতিবার এই উপলক্ষে একটি সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়েছিল Attitute কর্তৃপক্ষের তরফে। সেখানে উপস্থিত ছিলেন রুপোলি পর্দার তারকা সৌমিতা ও অনিত। ছিলেন চলচ্চিত্র পরিচালক বিক্রম আদিত্য অর্জুন। বিশিষ্ট প্রাক্তন ফুটবলার দুলাল বিশ্বাস ও ব্যবসায়ী অভিজিৎ ও সাগরিকা চক্রবর্তীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
Attitude-এর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বেশ কয়েকটি চমকপ্রদ ঘোষণা করেন এই বিউটি হাবের কর্ণধার সরসী ঘোষ। তিনি জানান, বৃহস্পতিবার থেকে ‘Attitude Beauty Hub’-এর তরফে গ্রুমিং অ্যাকাডেমি চালু করা হয়েছে। শুধু সাজগোজ বা হেয়ার স্টাইল নয়, পার্সোনালিটি ডেভেলপমেন্টেও ছাত্রছাত্রীদের সাহায্য করবে Attitude। ইচ্ছুক ছাত্র ছাত্রীদের বিউটি এবং মেকাপের পাশাপাশি অভিনয়, Entrepreneurship, Photography এইসব পেশার যোগ্য করে তুলতে সাহায্য করবে Attitude।
এছাড়াও সরসী ঘোষ এবং সাগরিকা চক্রবর্তী যুগ্মভাবে একটি Designing house-এর শুভসূচনা করেন। brand এর নাম”ZOE”। যার অর্থ জীবন। সরসী-সাগরিকার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে এই হাউস fashion দুনিয়ায় সাড়া ফেলবেই।
পরিচালক বিক্রম আদিত্য অর্জুন-এর ‘Prague Films and cinemedia’, ‘Attitude beauty hub-এর grooming partner হিসাবে যুক্ত হয়েছে। Attitude-এর জন্য শুভকামনা জানিয়েছেন পরিচালক বিক্রম আদিত্য অর্জুন, অভিনেত্রী সৌমিতা ও অনিত।