Lata Mangeshkar
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শারীরিক অবস্থার অবনতি হয়েছে লতা মঙ্গেশকরের। কিংবদন্তি গায়িকাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে জানুয়ারির ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর তাঁর নিউমোনিয়া ধরা পড়ে।


শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির ফের অবনতি হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গায়িকাকে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের টিম তাঁর দেখভাল করছেন।’

Share it