নিউজ ওয়েভ ইন্ডিয়া: জীবন্ত মা সরস্বতী বলা হত তাঁকে। সঙ্গীত জগতকে অভিভাবকহীন করে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন ‘কোকিল-কণ্ঠী’ সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে দেশের প্রায় সমস্ত বিদ্বজ্জন।
ভারতরত্ন এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লতাজি। সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল তাঁর। কিন্তু, শনিবার সরস্বতী পুজোর দিন সকালে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাখা হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি সুরসাম্রাজ্ঞীকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন।
কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ১১ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরই পাশাপাশি তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। প্রথম থেকেই তাঁকে ICU-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড রিপোর্ট নেগেটিভ আসলেও পুরোপুরো সুস্থ হতে পারছিলেন না নবতিপর শিল্পী। বয়সজনিত নানা সমস্যার কারণে জীবনযুদ্ধে ইতি টানতে হল তাঁকে।