Tar Golpo-Her Story
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এক পরিচালকের জীবন সংগ্রামের করুণ কাহিনী নিয়ে তৈরি ছবি ‘তার গল্প-Her Story’। শুক্রবার তার গল্প-Her Story মুক্তি পেল শহর ও রাজ্যের বিভিন্ন পেক্ষাগৃহে। শুক্রবার সন্ধ্যায় ছবির প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন পরিচালক ও অভিনেতা সুদীপ্ত দে, অভিনেত্রী সোমাইন্দু দে সহ বিভিন্ন কলাকুশলীরা।

পরিচালক সুদীপ্ত দের জীবনেই একসময় ঘটেছিল চরম দুর্ভোগ। তাঁর জীবনের করুণ যন্ত্রণাময় দিনগুলোই সেলুলয়েডে ফুটিয়ে তুলে তার গল্প বলেছেন পরিচালক।
‘তার গল্প-Her Story’ ছবির প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট পরিচালক রাজা সেন, অভিনেত্রী পাপিয়া সেন প্রমুখ।

নিউজ ওয়েভ ইন্ডিয়াকে পরিচালক সুদীপ্ত দে জানালেন, মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলেন তাঁর স্ত্রীর। সেইসময় তাঁর প্রথম ছবি ‘শীর্ষেন্দুর ডায়েরি’র কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত সেনসরশিপের জাঁতাকলে পড়ে আটকে গিয়েছিল ছবির কাজ। একদিকে স্ত্রীর কঠিন অসুস্থতা অপরদিকে সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই। এই দুই ‘ব্যধি’র বিরুদ্ধে সংগ্রাম চালাতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, ক্যান্সার আসলে শুধু মানুষের শরীরে নয়, বাসা বাঁধে মননেও। সেই জীবন সংগ্রামের ঘটনাই তুলে ধরা হয়েছে ‘তাঁর গল্প-Her Story’ ছবিতে। পরিচালকের দাবি, দেশে কোনও সিনেমায় সর্বপ্রথম এই ছবিতে সেন্সরশিপের বাস্তবতা তুলে ধরা হয়েছে।

ছবির সংগীত পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত ও ডিরেক্টর অফ ফোটোগ্রাফি কমল নায়েক। ছবিতে খুব ছোট হলেও বাস্তব চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাম নেতা সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত IAS অর্ধেন্দু সেন, রাজনীতিবিদ ও সমাজকর্মী অরুণাভ ঘোষ, বিশিষ্ট পরিচালক রাজা সেনকে। এছাড়াও বিমল বন্দ্য়োপাধ্যায়, রমেন রায়চৌধুরী, পাপিয়া সেন ও সোমাইন্দু দে অভিনয় করেছেন এই ছবিতে।

দেশ বিদেশের বহু চলচ্চিত্র পুরস্কারে ইতিমধ্যেই সম্মানিত হয়েছে এই ছবি। প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

Share it