Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রকাশিত হল ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র (Abar Kanchenjunga) মিউজিক। বৃহস্পতিবার টলিউডের একঝাঁক তারকার উপস্থিতিতে দক্ষিণ কলকাতার এক শপিং মলে এই ছবির মিউজিক লঞ্চ হয় (Bengali music)। ছিলেন ছবির প্রায় সমস্ত কলাকুশলীরা।

‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির গল্প ও পরিচালনা রাজর্ষি দের। প্রযোজক অক্ষত কে পাণ্ডে ও শিল্পী পাণ্ডে। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তী। তাঁর সুরে গান গেয়েছেন জয়তী চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, অনুপম রায় ও উজ্জ্বয়িনী মুখার্জি।

কাঞ্চনজঙ্ঘার প্রেক্ষাপটে পারিবারিক গল্পের এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, বিদীপ্তা চক্রবর্তী, রনিতা দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত ও আরও অনেকে।

Share it