নিউজ ওয়েভ ইন্ডিয়া: নতুন মোড়কে অভিনেত্রী মনামী ঘোষ। এবার Hot Diva অবতারে বাংলা মিউজিক ভিডিওতে দেখা গেল তাঁকে। অভিনেত্রী এবং নৃত্য শিল্পী হিসেবে মনামীর গ্রহণযোগ্যতা দর্শকদের মধ্যে যে বিপুল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার নাচ ও অভিনয়ের সঙ্গে জীবনে আরও এক নতুন সফর শুরু করলেন মনামী। এবার মনামী গানেও। সামনে এল তাঁর নতুন মিউজিক ভিডিও, ভিটামিন এম (Vitamin M)। আর সেই মিউজিক ভিডিও তে নাচ ও অভিনয়ের সঙ্গে সঙ্গে গানও করেছেন মনামী।
এই মিউজিক ভিডিওর মাধ্যমে একদিকে যেমন মনামীর গানের ডেবিউ হল, তেমনই এই মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করলেন তিনি। মিউজিক ভিডিও টি এক অভিনব গল্প শোনাবে দর্শকদের, সেই গল্পে রয়েছে অনুপ্রেরণা, নিষাদ আনন্দ, সেলিব্রেশন আরও অনেক কিছু। এই মিউজিক ভিডিওর বিষয়ে মনামী জানালেন, “সমস্ত ভিটামিনের তো কিছু না কিছু উপযোগিতা রয়েছে, ভিটামিন এম আসলে মন ভালো করার ভিটামিন। এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমার এবং সৈকতের প্রোডাকশন করার স্বপ্ন ও সত্যি হলো। ভিটামিন এম অনেক স্বপ্নের বাস্তবায়ন করলো আসলে। এই মিউজিক ভিডিওতে এমন এক স্বপ্ন অভিযান দেখানো হয়েছে যা অনুপ্রাণিত করবে অনেককে।
মিউজিক ভিডিওর পরিচালনা ও কোরিয়োগ্রাফিতে রয়েছেন সৈকত বারুরি, চিত্র গ্রহণে রয়েছেন এমজয়, গানের সুর করেছেন ম্যাক মল্লার, কথা লিখেছেন সোমরাজ। তাঁরা জানালেন, মনামী দির সঙ্গে কাজের অভিজ্ঞতা এককথায় দুর্দান্ত। অভিনেত্রী হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নির কথা মাথায় রেখেই এই মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে।
মনামী আরও বলেন, মিউজিক ভিডিওতে যে ধরণের সেট ব্যবহার করা হয়েছে, আলোর যেমন ব্যবহার হয়েছে সেটাও ভীষণ নতুন। অনেক পরিশ্রম করে এই মিউজিক ভিডিও তৈরি করেছি আমরা। আশা করি দর্শকদের এই মিউজিক ভিডিও ভালো লাগবে।।”