নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশের অন্যতম ফ্যাশনেবল জুয়েলারি ব্র্যান্ড, Tanishq কলকাতায় দুটি এক্সক্লুসিভ স্ট্যান্ড অ্যালোন স্টোর খুলেছে। পয়লা জুলাই পবিত্র রথযাত্রা উৎসবের দিন এই স্টোরের উদ্বোধন হয়। এই এক্সক্লুসিভ শোরুম দুটির উদ্বোধন করেন প্রখ্যাত টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং মিয়া, তানিস্কের বিজনেস হেড শ্যামালা রমনন।
নতুন স্টোরের শুভ পথচলা উপলক্ষে, তানিষ্কের নির্বাচিত মিয়া পণ্যগুলিতে 20% পর্যন্ত ছাড়ের উদ্বোধনী অফারও রয়েছে। অফারটি ১ থেকে ৩ জুলাই 2022 পর্যন্ত বৈধ। 500 বর্গফুট জুড়ে বিস্তৃত প্রথম স্টোরটি যশোর রোডের রেশমি টাওয়ারে অবস্থিত। দ্বিতীয় মিয়া স্টোরটি নিউ টাউনে সিটি সেন্টার 2-এ অবস্থিত।
এই বিপনিগুলোতে মিলবে আংটি, ব্রেসলেট, কানের দুল এবং এক্সক্লুসিভ ডিজাইনার নেকওয়্যার বা হার। সোনা, হীরে এবং রঙিন পাথরে অনন্য কারুকাজ করা ট্রেন্ডি, জনপ্রিয় এবং আধুনিক ডিজাইনের বিস্তৃত সম্ভার মিলবে মিয়া-র এই শোরুম দুটিতে।