নিউজ ওয়েভ ইন্ডিয়া: শঙ্খর পরিচালনায় ও অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় OTT-তে মুক্তি পেতে চলেছে নতুন একটি ক্রাইম থ্রিলার ’36 Hours’। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় হয়ে গেল তাঁর ‘টিজার’ ও ‘ফার্স্ট লুক’ লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা।
কলকাতায় বিস্ফোরণের ছক কষেছে একদল জঙ্গি। শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে চায় তারা। উদ্দেশ্য, ভয়ঙ্কর সন্ত্রাসবাদী আজিজকে জেল থেকে মুক্ত করা। এজন্য শহরে পা রাখা ২৫ বছরের একটি ছটফটে হাসিখুশি তরুণকে অপহরণ করে জঙ্গিরা। আনিস নামে ওই তরুণকে দিয়েই বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে অপহরণকারীরা। এই পরিস্থিতিতে আনিস কি পা দেবে জঙ্গিদের ফাঁদে? নাকি সেই ষড়যন্ত্রের জাল কেটে বেরিয়ে আসতে পারবে সে?

রুদ্ধশ্বাস এই গল্প নিয়েই ক্রাইম থ্রিলার ’36 Hours’। আনিসের ভূমিকায় অভিনয় করছেন আরিয়ান ভৌমিক। এছাড়াও আছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিপ্লব কুমার সিনহা, সুকন্যা চট্টোপাধ্যায় ও আরও অনেকে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত এই ক্রাইম থ্রিলারের পরিচালক শঙ্খ। তিনি বললেন, “চার বছর আগেই এই গল্পটি লিখেছিলাম। প্রযোজক বিপ্লব কুমার সিনহার গল্পটি পছন্দ হওয়ায় তিনি প্রযোজনা করতে রাজি হন। সকলের বহু পরিশ্রমের ফসল এই ক্রাইম থ্রিলারটি। অবশেষ তা মুক্তি পেতে চলেছে বলে আমি অত্যন্ত খুশি।”
প্রযোজক বিপ্লব কুমার সিনহা বলেন, “আমি প্রফেশনাল অভিনেতা নই। এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিওয় কাজ করলেও তাতে তেমনভাবে অভিনয়ের সুযোগ ছিল না। তবে আমি চেষ্টা করেছি এখানে অভিনয় করার।”
’36 Hours’-এর সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ কর্মকার। তিনি বললেন, “এর আগে বেশ কয়েকটি শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওতে কাজ করলেও ক্রাইম থ্রিলারে আমার কাজ এই প্রথম। তার জন্য যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিতে হয়েছে আমাকে।”
অভিনেতা আরিয়ান ভৌমিক কাকাবাবুর ‘সন্তু’ বলে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এই মাইক্রো ওয়েব সিরিজে তিনি সেই ইমেজ ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। তার জন্য যথেষ্ট হার্ড ওয়ার্কও করতে হয়েছে তাঁকে।
অভিনেত্রী সুকন্যা চট্টোপাধ্যায় জানালেন, এখানে আরিয়ানের বান্ধবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সহ অভিনেতা হিসেবে আরিয়ান অত্যন্ত কোআপারেটিভ এবং শঙ্খর সঙ্গে পুরনো বন্ধুত্ব থাকার সুবাদে পরিচালকের সঙ্গে কাজ করতেও খুব কমফর্ট ফিল করেছেন তিনি।
’36 Hours’ এই মাইক্রো ওয়েব সিরিজের পাশাপাশি Funflix নামে একটি ওটিটি প্ল্যাটফর্মও লঞ্চ করছে অরিন মিডিয়া অ্যান্ড প্রাইভেট লিমিটেড। অগস্টে এই OTT-তেই স্ট্রিমিং হবে ’36 Hours’।