নিউজ ওয়েভ ইন্ডিয়া: T-20 বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর, সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোরহলি। তাঁর জায়গায় অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম বোর্ড সূত্রে খবর পেয়ে এই সংবাদ পরিবেশন করেছে।
বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দাবি ছিল, সীমিত ওভারের ক্রিকেটে বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক। বোর্ড সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আসন্ন T-20 বিশ্বকাপের পরই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের পদ ছাড়তে পারেন বিরাট। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হতে পারে রোহিত শর্মাকে।
IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দলকে ৫ বার ভারত সেরা করার পরই এই দাবি জোরদার হয়েছে। ফ্র্যাঞ্চাইসির হয়ে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির রেকর্ড যথেষ্ট ঈর্ষনীয়। অপরদিকে বিরাট কোহলিও ব্যাটিংয়ের পারফরমেন্সে জোর দিতে চাইছেন। শোনা গেছে, অধিনায়কত্বের বিষয়ে রোহিতের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন বিরাট কোহলি। দায়িত্ব নিতে রোহিত যে তৈরি তা জানিয়ে দিয়েছেন বিরাটকে। এরপরই বোর্ডকে বিষয়টি জানিয়েছেন বর্তমান অধিনায়ক। বোর্ডের একটি বিশেষ খবর, ‘বিরাট নিজের মুখেই এই ঘোষণা করবেন। আপাতত তিনি নিজের ব্যাটিং নিয়েই বেশি মনোঃসংযোগ করতে চান। সেই জায়গায় ফিরে যেতে চান, যেকারণে গোটা বিশ্ব তাঁকে চেনে।’