নিউজ ওয়েভ ইন্ডিয়া: কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা। AICC-এর মুখপাত্র এলভিস গোমস এই ব্যাপারে নিশ্চিত করেছেন। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট গোমস জানিয়েছেন, ‘অ্যালভিটোর যোগদানে আরও শক্তিশালী হবে কংগ্রেস। আমি চাই কংগ্রেসে আরও ক্রীড়াবিদ যোগদান করুক।’
স্যানভোরডেম অঞ্চল থেকে উঠে আসা অ্যালভিটো ডি’কুনহা একসময় ভারতের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে ছিলেন। ১৭ বছরের কেরিয়ারে দেশকে অনেক সম্মান এনে দিয়েছেন অ্যালভিটো। বর্ণময় কেরিয়ারে সালগাওকার এবং ইস্টবেঙ্গলের হয়ে চুটিয়ে পেশাদার ফুটবল খেলেছেন তিনি।
৪২ বছর বয়সি ডি’কুনহা ২০০২ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন। গোয়ার প্রথম ফুটবলার হিসেবে কলকাতার কোনও ক্লাবে তিনি যোগ দিয়েছিলেন।