নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন ISL মরশুমের ফিক্সচার ঘোষণা করল Football Sports Development Limited (FSDL)। সোমবার দুপুরে প্রথম ১১ রাউন্ডের Hero ISL আইএসএল অষ্টম সিজনের ক্রীড়া সূচি ঘোষণা করা হয়।
🚨 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 🚨
𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡-𝗣𝗔𝗖𝗞𝗘𝗗 #𝗛𝗲𝗿𝗼𝗜𝗦𝗟 𝗦𝗘𝗔𝗦𝗢𝗡 𝗔𝗪𝗔𝗜𝗧𝗦 🙌#LetsFootball
— Indian Super League (@IndSuperLeague) September 13, 2021
ISL-এর উদ্বোধনী ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে ATK Mohun Bagan। SC East Bengal-এর প্রথম খেলা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। প্রথম ডার্বি ২৭ নভেম্বর।
২৭ নভেম্বর প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেলা হবে গোয়ার তিলক ময়দানে। সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে সেই খেলা। ২৭ তারিখের ডার্বি SC East Bengal এবং ATK Mohun Bagan, দু’দলের কাছেই দ্বিতীয় ম্যাচ হতে চলেছে।
একনজরে দেখে নেওয়া যাক, কবে মাঠে নামছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল–
ডার্বি: ২৭ নভেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান
ATK Mohun Bagan:
19 Nov নভেম্বর: এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স
1 Dec: এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
6 Dec: জামশেদপুর এফসি বনাম এটিকে মোহনবাগান
11 Dec: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি
16 Dec: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান
21 Dec: নর্থইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগান
29 Dec: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া
5 Jan: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
8 Jan: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি
SC East Bengal:
21 Nov: এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
30 Nov: ওড়িশা এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
3 Dec: চেন্নাইয়িন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
7 Dec: এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
12 Dec: এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
17 Dec: নর্থইস্ট ইউনাইটেড বনাম এসসি ইস্টবেঙ্গল
23 Dec: হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
4 Dec: বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
7 Dec: এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
*প্রত্যেকটি ম্যাচই সন্ধ্যে 7.30 থেকে শুরু হবে।