সুদীপ্ত চক্রবর্তী: রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দেওয়া নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবলে। রোজই কোনও না কোনও ক্লাব খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করছে জাতীয় ফুটবল নিয়ামক সংস্থার কাছে। এবার সম্ভবত দেশীয় প্রযুক্তির হাত ধরে সেই কালো অধ্যায় সমাপ্ত হয়ে চলেছে। কলকাতা ফুটবলের ক্লাব স্তরে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন।
রেফারিং এর মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তির নাম ART বা অ্যাডভান্স রেফারিং টেকনোলজি। বুধবার IFA অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। চারমাস ধরে গবেষণার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীদের গবেষণালব্ধ এই নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা তা অনেকাংশে নির্ভুল নির্ণয় করা সম্ভব হবে।
IFA সচিব অনির্বাণ দত্ত বলেন, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তির পরীক্ষা মূলক ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে আগামী দিনে তা অফ সাইড, পেনাল্টির মতো ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তিনি জানান, এই প্রযুক্তি অত্যন্ত কম ব্যয় সাপেক্ষ। ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও ফুটবল সংক্রান্ত এটা প্রথম কাজ।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, সহ উপাচার্য অমিতাভ দত্ত, প্রণবেশ মণ্ডল, রাজীব বন্দ্যোপাধ্যায়, আশিস পাল।