পাঁচ সোনার বুটের মালিক এ বার সবুজ মেরুণে
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবারের দল গঠনের সবথেকে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। পাঁচ বারের সোনার বুট জেতা অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করল সবুজ মেরুন। এ লিগের চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটি এফ সি থেকে শতাব্দীপ্রাচীন ক্লাবে আসছেন “গোলমেশিন” এই স্ট্রাইকার।

ভারতের বহু ক্লাবে বহু নামী দামী তারকা খেলেছেন, কিন্তু জেমি ম্যাকলারেনের মতো ঝলমলে এবং ঈর্ষনীয় সাফল্য নিয়ে আসা টাটকা কোনও ফুটবলার সম্ভবত আইএসএলে এর আগে খেলেননি। অস্ট্রেলীয় লিগের পাঁচ বারের সর্বোচ্চ গোলদাতা হিসাবে পাঁচটি সোনার বুটের মালিক শুধু নন, তিরিশ বছর বয়সী এই মহাতারকা সে দেশের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতাও। এ লিগে সবমিলিয়ে ১৫৪ টি গোল আছে তাঁর ঝুলিতে। যে ক্লাবকে জেমি চ্যাম্পিয়ন করে মোহনবাগানে খেলতে আসছেন, সেই মেলবোর্ন সিটির হয়ে গত মরসুমে (২০২২-২৩) মোট ২৪ টি গোল করেছেন। মেলবোর্ন সিটির মতো চ্যাম্পিয়ন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনিই। মেলবোর্ন সিটিতে টানা পাঁচ বছর খেলেছেন জেমি। করেছেন ১৪২ ম্যাচে ১০৩ গোল।

কাতারে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে অস্ট্রেলীয়ার জার্সিতে নামার আগে জেমি ক্লাব ফুটবলে খেলেছেন পার্থ গ্লোরি, ব্রিসবেন রোয়ার্সের মতো দলে। জোসে মোলিনার দলে জেমি যোগ দেওয়ায় আইএসএলের ইতিহাসে সম্ভবত একটি নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। তা হল, একসঙ্গে তিন বিশ্বকাপার খেলবেন একই ক্লাবের জার্সিতে। দিমি পেত্রাতস. জেসন কামিন্স এবং ম্যাকলারেন তিন জনই অস্টেলীয় জার্সিতে শেষ তিন বিশ্বকাপে সে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২৯ জুলাই সকালে ঐতিহাসিক মোহনবাগান দিবসে প্রাক-মরসুম অনুশীলন শুরু হবে জোসে মলিনার দলের। প্রথম দিনের অনুশীলনেই দেখা যাবে মহা তারকা এই ফুটবলারকে।

২৮ জুলাই অন্য ফুটবলারদের সঙ্গে শহরে এসে য়াবেন জেমি। মোহনবাগান সুপার জায়ান্টের মিডিয়া টিমকে সাক্ষাতকারে জেমি ম্যাকলারেন জানালেন, মোহনবাগানে আমার খেলতে আসার পিছনে কাজ করেছে ক্লাবের ঐতিহ্য, ইতিহাস এবং ট্রফি জেতার উদগ্র ইচ্ছাশক্তি। যা আমার মানসিকতার সঙ্গে সবসময় মেলে। মোহনবাগানের সদস্য সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসাও আমাকে এই ক্লাবে টেনে এনেছে। মেরিনার্সদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।

Share it