নিউজ ওয়েভ ইন্ডিয়া: আমরা নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি হচ্ছি। তবে এফ সি নাসাফ ও শক্তিশালী দল। আসন্ন AFC কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল ম্যাচ সম্পর্কে এমনই মন্তব্য করলেন ATK মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোজেপ হাবাস।
আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের এই দলটির বিরুদ্ধে ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলবে হিরো ISL রানার্স দল এটিকে মোহনবাগান। শনিবার থেকে দুবাইয়ে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে হাবাসের দল।
এফসি নাসাফ প্লে অফে তুর্কমেনিস্তানের এফসি অহল-কে ৩-২ গোলে হারিয়ে ইন্টার জোনাল সেমি ফাইনালে উঠেছে। এমনই শক্তিশালী দলকে হারানো যে সহজ হবে না তা কার্য স্বীকার করে নিয়েছেন সবুজ-মেরুন কোচ।
তাঁর মতে, এই ধরনের ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে হওয়া উচিত। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের দলকেও শক্তিশালী করে তুলতে চেষ্টার ত্রুটি রাখছেন না হাবাস। অনুশীলনে ফিনল্যান্ডের বিশ্বকাপার ইওনিকাউকো-কে ডেকেছেন তিনি। থাকছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরিও। সেইসঙ্গে থাকছেন উইং ব্যাক মাইকেল সুসাইরাজ ও প্রবীর দাস। সুসাইরাজ ও প্রবীর কেউই মলদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি। তাই তাদের বিশেষভাবে অনুশীলন করাচ্ছেন হাবাস। এদিকে রয় কৃষ্ণা, ডেভিড উউলিয়ামস. প্রীতম কোটাল ভালো কন্ডিশনেই আছেন বলে রিপোর্ট দিয়েছেন টিমের ফিজিও। ছয় দিন পরে দুবাই থেকে দল নিয়ে উজবেকিস্তানে উড়ে যাবেন হাবাস। সেখানে দিন চারেক অনুশীলন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে গোটা টিম।