Ronaldo goal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ম্যানচেস্টার ইউনাইটেডে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বারো বছর পর ফুটবলবিশ্বের বিখ্যাত লাল জার্সিতে ফিরেই জোড়া গোল করে দলকে জেতালেন CR7। ওল্ড ট্র্যাফোর্ডে দাপিয়ে বেরালেন ৩৬ বছর বয়সি রোনাল্ডো। তাঁর জোড়া গোলের সুবাদে নিউক্যাসলকে ৪-১ গোলে হারাল রেড ডেভিলরা। সেই সঙ্গে ম্যান ইউ পৌঁছে গেল লিগ টেবিলের শীর্ষ স্থানে।


শনিবার রোনাল্ডো জ্বরে কাবু ছিল ওল্ড ট্র্যাফোর্ড। সিআর সেভেনের পা থেকে প্রথম গোল আসে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে। ৪৭ মিনিটে ইনজুরি টাইমে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। সুযোগ-সন্ধানী স্ট্রাইকারের মতো রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন সিআর সেভেন।


দ্বিতীয়ার্ধের শুরুতে রেড ডেভিলদের চেপে ধরে নিউ ক্যাসল। ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট। দুর্দান্ত গোল করে সমতা ফিরিয়ে দেন নিউ ক্যাসলের স্ট্রাইকার হাভিয়ার মানকুইলো। এরপর ফের রেড ডেভিলদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রোনাল্ডো। মিনিট ছয়েকের মধ্যেই নিজের ট্রেডমার্ক গোল করে ফের Manchester United-কে 2-1-এ এগিয়ে দেন তিনি। ম্যাচের ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের করা বিশ্বমানের গোল এবং শেষ মুহূর্তে লিংগার্ডের করা গোলে ৪-১ গোলে জিতল রেড ডেভিলরা।

Share it