নিউজ ওয়েভ ইন্ডিয়া: AFC কাপের গুরুত্বপূর্ণ ইন্টার জোন সেমি ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। বিদেশের মাটিতে সেই অনুশীলন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের FC Nasaf-এর বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। অনুশীলনে দলের সব প্লেয়াররাই হাজির হয়েছেন।
Contrary to speculation, ATK Mohun Bagan have started training abroad. They are preparing for their crucial Inter-Zone semi-finals against FC Nasaf of Uzbekistan on September 22. All players in attendance at the camp. #Indianfootball #afccup2021
— Marcus Mergulhao (@MarcusMergulhao) September 11, 2021
এদিকে সুস্থ হয়ে উঠে ট্রেনিং শুরু করেছেন ভারতের তারকা নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। এই মরশুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের দল HNK Sibenik-এর হয়ে খেলছেন তিনি। কিন্তু মরশুমের শুরুতেই অনুশীলনের সময় চোট পেয়ে যাওয়ায় বিদেশি দলের হয়ে অভিষেক ঘটেনি তাঁর। তবে ট্রেনিং শুরু করলেও শনিবারের ম্যাচে নামতে পারবেন না সন্দেশ।
Sandesh Jhingan has resumed training but will not make his HNK Sibenik debut against Dinamo Zagreb today. He will probably miss two or three more games before playing his first game in the Croatian top-tier.#Indianfootball #SJ55 #Croatia
— Marcus Mergulhao (@MarcusMergulhao) September 11, 2021
তাঁকে হয়তো অভিষেকের জন্য আরও দু-তিনটি ম্যাচ অপেক্ষা করতে হবে। শনিবার HNK Sibenik-এর খেলা রয়েছে Dianamo Zagreb-এর বিরুদ্ধে। ২০২০ সালে ইন্ডিয়ান ফুটবলার অফ দা ইয়ারের খেতাব জুটেছিল ঝিঙ্গানের কপালে। ক্রোয়েশিয়ার কোনও প্রথম সারির দলে চান্স পাওয়া প্রথম ভারতীয় ফুটবলার তিনি।
গত মুরশুমে ATK Mohun Bagan-এর হয়ে দ্রুত খেলেছিলেন সন্দেশ। এই মুহূর্তে দেশের হায়েস্ট পেইড ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। এটিকে মোহনবাগানের সঙ্গে চার বছরের চুক্তি থাকলেও তিনি বিদেশে নিজের যোগ্যতা প্রমাণ করার দিকেই বেশি আগ্রহী ছিলেন।