নিউজ ওয়েভ ইন্ডিয়া: বৃহস্পতিবার থেকে সল্টলেকের SAI কেন্দ্রে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৬ ও ১৮ বিভাগের ৭০তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২। এপ্রিলে এই প্রতিযোগিতার আসর কোচবিহার স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও বিশেষ কারণবশত তা হয়নি। ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার সেই আসর বসেছে সল্টলেকের SAI কেন্দ্রে। সংস্থার অধীনস্ত ৩২টি ইউনিট এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মোট প্রতিযোগীর সংখ্যা ৫৭৭।
ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব কমল কুমার মৈত্র জানিয়েছেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করতে হয়েছে তাঁদের। তিনদিন ধরে সল্টলেকের যুব আবাসে প্রতিযোগীদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে সংস্থার তরফে।
বৃহস্পতিবার সকালে SAI কেন্দ্রে প্রতিযোগিতার শুভ সূচনা করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় ও WBAA-এর কার্যকরী সভাপতি IPS বিবেক সহায় উপস্থিত ছিলেন। সংস্থার তরফে কমল কুমার মৈত্র সহ সকল কর্মকর্তা পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভারম্ভ ঘোষণা করেন। তবে এত আয়োজনের মধ্যে ছোট একটি কলঙ্কজনক ঘটনাও ঘটে এদিন। পূর্ব মেদিনীপুরের অনূর্ধ ১৮ বিভাগের প্রতিযোগী জয়িতা ভৌমিক ডোপ টেস্টে ধরা পড়ে। তাকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীকালে তাকে দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত করার প্রস্তুতি চলছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।