নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিউটাউন ইউথ ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী নিউটাউন দাবা প্রতিযোগিতার আসর বসেছে অ্যাক্সিস মল ফ্লাইওভারের নীচে। শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন HIDCO-এর চেয়ারম্যান দেবাশিস সেন। ছিলেন গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্ত ও ইন্টারন্যাশনাল মাস্টার অর্ঘ্যদীপ দাস, ইন্টারন্যাশনাল চেস আর্বিটার ও ফিডে ইনস্ট্রাক্টর দেবাশিস বডুয়া। মঞ্চে ছিলেন নিউটাউন ইউথ ক্লাবের সভাপতি শুভজিৎ রায়ও। নিউজ ওয়েভ ইন্ডিয়া এই প্রতিযোগিতার ডিজিট্যাল মিডিয়া পার্টনার।
HIDCO চেয়ারম্যান জানালেন, এধরণের চেস টুর্নামেন্টের যত আয়োজন হবে, ততই দাবা খেলার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে।
ইন্টারন্যাশনাল চেস আর্বিটার ও ফিডে ইনস্ট্রাক্টর দেবাশিস বডুয়াও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য। তিনি বলেন, এলাকার শিশুদের মানসিক বিকাশে সাহায্য করবে এইধরনের দাবা প্রতিযোগিতা।
গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্ত বলেন, উদ্যোক্তারা ঘরোয়া পরিবেশে খুবই সুন্দরভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।
প্রতিযোগিতার উদ্যোক্তা ও আহ্বায়ক সৌম্যদীপ মাইতি জানালেন ৮০-এর ওপর প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। শিশু থেকে প্রবীণ প্রায় সব বয়সের প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। নিউটাউনের বুকে এমন একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করতে পারার জন্য মাননীয় HIDCO চেয়ারম্যান দেবাশিস সেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
নিউটাউন ইউথ ক্লাবের সভাপতি শুভজিৎ রায় ও সহ সম্পাদক সঈদ জাভেদ আহমেদ জানিয়েছেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কোনও এন্ট্রি ফি নেওয়া হয়নি প্রতিযোগীদের কাছ থেকে। বিভিন্ন বিভাগের জন্য রয়েছে বিশেষ পুরস্কারও।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে একদিকে যেমন খুশি খুদে দাবাডুরা। তেমনই উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন তাদের অভিভাবকরাও।
রবিবার বিকেলে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি হবে। সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে স্মারক ট্রফি।