আনুষ্ঠানিকভাবে ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিলেন দলের এশিয়ো কোটার ষষ্ঠ বিদেশি জর্জন ও'দোহার্টি।
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আনুষ্ঠানিকভাবে ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিলেন দলের এশিয়ো কোটার ষষ্ঠ বিদেশি জর্জন ও’দোহার্টি। সেইসঙ্গে এক ভারতীয় ফুটবলারকেও চুক্তি করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব ২০ সাফ কাপে ভারতকে চ্য়াম্পিয়নশিপ এনে দেওয়া ১৮ বছরের হিমাংশু জাংরা। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে ক্লাবের তরফে একথা জানানো হয়েছে।

দলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্জন ও’দোহার্টি নিউক্যাসল জেটের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন গত মরসুমে। পাশাপাশি অজি অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের ফুটবলারও তিনি। ২০২২-২৩ মরসুলে ISL-এ সর্বকনিষ্ঠ ফুটবলার হতে চলেছেন তিনি। হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন নিজে পছন্দ করে এনেছেন ২৪ বছরের এই সেন্ট্রাল মিডফিল্ডারকে।

অপরদিকে জাংরাকে দিল্লি এফসি থেকে লোনে আনা হয়েছে। সদ্য সমাপ্ত সাফ কাপে অনবদ্য খেলেছেন হিমাংশু। ৫টি ম্যাচে তিনটি গোল করেছেন। পাশাপাশি ৩ গোলে সহায়তাও রয়েছে তাঁর। ইতিমধ্যেই Guardian’s 60 Next Generation ফুটবলারের তালিকায় নাম উঠেছে জাংরার। দুরন্ত প্রতিভাধর এই ফুটবলারকে সাইন করিয়ে ISL-এর বাকি দলগুলিকে এবার ঝটকা দিতে প্রস্তুত হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল।

Share it