ইমামি ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনু জর্জ
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: শুক্রবার বিকেলে শহরে পা রেখেই শনিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন ফুটবল কোচ বিনু জর্জ। এদিন এ বছরের চুক্তিবদ্ধ হওয়া ফুটবলারদের সঙ্গে মিলিত হন তিনি। ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারও।

ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সেরে বিনু জর্জ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ সহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন। দেখেন জিমন্যাসিয়াম। গোটা মাঠ দেখে তিনি অভিভূত। বিনু জর্জ বলেন, এতো সুন্দর মাঠ সম্ভবত ভারতে আর নেই। ক্লাবের সমস্ত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি। খুব শিগগিরই যে অনুশীলন শুরু করাবেন তা স্পষ্ট করে দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলের ভারতীয় সহকারী কোচ। জানালেন, আগামী সপ্তাহ থেকেই ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করা হবে। তার জন্য সবরকমের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন।

একইসঙ্গে এদিন তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, চলতি মরসুমে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে দেশের শীর্ষে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি।

এদিকে ২ অগাস্ট গ্র্যান্ড হোটেলে ইনভেস্টর ইমামির সঙ্গে চুক্তি সই করছে শতাব্দিপ্রাচীন লাল-হলুদ ক্লাব। তাই নিয়ে ক্লাবের অন্দরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। চুক্তি সইয়ের সময় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন সহকারী কোচ বিনু জর্জও। সবমিলিয়ে ক্লাব তাঁবুতে এখন ফিল গুড আবহাওয়া।

Share it