নিউজ ওয়েভ ইন্ডিয়া: স্পনসরশিপের হাত ধরে হৃত গৌরব ফিরে পেতে চাইছে ময়দানের অন্যতম প্রাচীন ক্লাব উয়াড়ী। বহু বছর পর কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলতে চলেছে উয়াড়ী ক্লাব। এবার প্রিমিয়ার ‘বি’ গ্রুপে খেলবে তারা। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া স্পনসরের নাম ঘোষণা ও জার্সি উন্মোচন হল ক্লাব তাঁবুতে।
তিন বছর আগে অগ্নিকাণ্ডে ক্লাব তাঁবু ভস্মীভূত হয়ে যাওয়ার পর নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ক্লাব প্রাঙ্গন। সেই নতুন ক্লাব তাঁবুতেই খ্যাতনামা বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতিতে স্পনসরদের নাম ঘোষণা ও জার্সি উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন IFA সভাপতি সুব্রত দত্ত এবং সচিব অনির্বাণ দত্ত। এছাড়াও ছিলেন প্রীতম কোটাল, কিংশুক দেবনাথ, প্রাক্তন ফুটবলার উত্তম চক্রবর্তী, শান্তি মল্লিক প্রমুখ। এঁরা সকলেই উয়াড়ী ক্লাব থেকেই উঠে এসেছেন। এছাড়াও ছিলেন ক্লাবকর্তা প্রবীর চক্রবর্তী, বাপ্পা দা ওরফে পার্থ প্রতিম সান্যাল। ক্লাবকর্তা ইন্দ্রনাথ পাল ও স্পনসরকর্তা হোটেল রয়্যাল বেঙ্গলের কর্ণধার অলোক বন্দ্যোপাধ্যায় জানালেন, উয়াড়ী ক্লাব আগামীদিনে আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে।
এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক প্রাক্তন ফুটবলার উত্তম চক্রবর্তীর। ১৯৭৮ সালে কলকাতা লিগে তাঁর একমাত্র গোলেই ইস্টবেঙ্গলকে পরাস্ত করেছিল উয়াড়ী। সেদিনের স্মৃতিচারণ করলেন ক্লাবের এই প্রাক্তনী।
পুরনো ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রীতম, কিংশুকরা। ১২৩ বছরের ক্লাবের ইতিহাসের পাতা উল্টে সোনালী দিনের কথা বলেন সুব্রত দত্ত। আগামীর জন্য শুভেচ্ছা জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। চলতি ফুটবল মরশুমে ঐতিহ্যশালী ক্লাব স্পনসর হিসেবে পেয়েছে ম্যাকো চিকেন এবং হোটেল রয়্যাল বেঙ্গলকে। তাদের হাত ধরেই এবার মাঠেও প্রত্যাবর্তনের লক্ষ্যে শতাব্দী প্রাচীন উয়াড়ী।