নিউজ ওয়েভ ইন্ডিয়া: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বিরাট কোহিরা। জানিয়ে দিলেন BCCI সচিব জয় শাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সংবাদ সংস্থা ANI-কে শনিবার জানিয়েছেন, “ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। বাকি চারটি টি-টোয়েন্টি ম্যাচ পরে হবে।” দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে একথা জানিয়েও দিয়েছে ভারতীয় বোর্ড।
India to tour SA for three Tests, three ODIS, T20Is to be played later: Jay Shah
Read @ANI Story | https://t.co/SOjHuZ077r#IndianCricketTeam pic.twitter.com/KTBrdoQnQA
— ANI Digital (@ani_digital) December 4, 2021
দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ ওমিক্রনের প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় কোহলিদের এই সফর নিয়ে সম্প্রতি অনিশ্চয়তা তৈরি হয়েছিল।