নিউজ ওয়েভ ইন্ডিয়া: খুশির খবর মহমেডান স্পোর্টিং ক্লাবে। Hero I-League খেলতে নামার আগেই দলের সঙ্গে যুক্ত হল দু’দুটি স্পনসর। টাইটেল ও সহযোগী স্পনসর দুই এল সাদা-কালো শিবিরে। ক্লাবের পক্ষ থেকে শনিবার এই খবর জানানো হয়।
দলের মিডিয়া বিভাগের তরফে জানানো হয়েছে আসন্ন Hero I-League মরসুমে টাইটেল স্পনসর হচ্ছে IT সংস্থা TOOLIQA। এডুকেশন টেকনোলজি, ক্রিয়েটিভ ডিজাইনিং, অটোমোবাইল ও ভার্চুয়াল রিয়্যালিটি ব্যবসায় যথেষ্ট সুপরিচিত এই সংস্থা।
পাশাপাশি আসন্ন Hero I-League মরসুমে সহযোগী স্পনসর হিসেবে NOVUS Insights-এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে সাদা-কালো শিবির। সিঙ্গাপুর ভিত্তিক এই বহুজাতিক IT সংস্থার লোগো এবার মহামেডানের জার্সিতে দেখা যাবে।
৪০ বছর পর Calcutta League জিতে ময়দানে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে এবার সাদা-কালো ব্রিগেড। বেশ কয়েকজন ভালো মানের বিদেশি ফুটবলারও এবার যোগ দিচ্ছেন মহামেডানে। সব মিলিয়ে আসন্ন I-League-এ ভালো খেলার বিষয়ে আশাবাদী ক্লাব কর্তারা।