নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলতি মরশুমে রবি ফাওলারকে আর এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে দেখা যাবে না। তাঁর সঙ্গে বিদায় সমঝোতা হয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষের। শোনা যাচ্ছে তাঁর জায়গায় ম্যানুয়েল ডিয়াসকে এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে আইএসএল-এ দেখা যেতে পারে।
শুধু রবি ফাওলার নন, সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অ্যাসিস্ট্যান্ট সহ গোটা টিমকেই। বিদায় জানানো হয়েছে টনি গ্র্যান্ডকেও। ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে বুধবার সন্ধেয় এই খবর সরকারিভাবে জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে ২০২০-২১ মরশুমে রবি ফাওলার এবং তাঁর টিম অত্যন্ত কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়েছিলেন। ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএল-এ ভালো জায়গায় নিয়ে যেতে ত্রুটি রাখেননি তাঁরা। আগামীদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ফাওলার সহ গোটা টিমকে।
SC East Bengal is proud to welcome former Real Madrid Castilla coach Manuel ‘Manolo’ Diaz as the new head coach for the Hero Indian Super League 2021-22 season.#HolaManolo #TheRealManolo #JoyEastBengal #WeAreSCEB pic.twitter.com/akh7zvjGgK
— SC East Bengal (@sc_eastbengal) September 8, 2021
সেইসঙ্গে আরও একটি পোস্টে জানানো হয়েছে ২০২১-২২ মরশুমের জন্য দলের নতুন হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানুয়াল মানোলোডিয়াস। তাঁর কোচিং জীবনের ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে এসসি ইস্টবেঙ্গল জানিয়েছে। রিয়েল মাদ্রিদ কাস্টিলা সহ বেশ কয়েকটি বড় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই স্পেনীয় কোচের। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে আশা করা হয়েছে মানোলোডিয়াস তাঁর কোচিং জীবনের অভিজ্ঞতা আইএসএল-এ উজাড় করে দেবে এবং দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে।
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে কোচ বদলের এই খবর দেখে চমকে ওঠেন লাল-হলুদ সমর্থকরা। চুক্তি অনুযায়ী আরও একবছর অর্থাৎ এই মরশুমেও ইস্টবেঙ্গলের হেড কোচ হওয়া নিশ্চিত ছিল ফাওলার সহ টিমের। কোচ বদলের এই খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে লাল-হদুল সমর্থকদের মধ্যে। কেউ বলেছেন রবি ফাওলার ভালো ছিল তাঁকে এই মরশুমটাও সুয়োগ দেওয়া উচিত ছিল। আবার কেউ কেউ ম্যানুয়েল ডিয়াসকে নিয়ে আশা প্রকাশও করেছেন। বলেছেন, দলের পারফরম্যান্স এবার আইএসএল-এ আরও ভালো হবে। এসসি ইস্টবেঙ্গলে আসার আগে ডিয়াস স্পেনের দল হারকিউলিসকে কোচিং করিয়েছেন। কোচ হিসেবে তাঁর রেকর্ডও যছেষ্ট আকর্ষণীয়।