নিউজ ওয়েভ ইন্ডিয়া: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদেই চুক্তিবদ্ধ হলেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। সূত্রের খবর সোমবারই তাঁকে সই করিয়েছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। অরিন্দমকে পাওয়ার আরও দুই দাবিদার ছিল কেরালা ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসি। ফোটো ফিনিশে দুটো আইএসএস টিমকেই পিছনে ফেলে এগিয়ে গেল লাল-হলুদ শিবির।
গতবারের আইএসএস-এ গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার অরিন্দম। এটিকে মোহনবাগান ছাড়ার পর এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হলেও বাধ সাধে চুক্তির অঙ্ক। সূত্রের খবর অনুযায়ী, অরিন্দমের দাবি ছিল দেড় কোটি। কিন্তু লাল-হলুদ কর্তারা ৯০ লাখের বেশি দিতে রাজি হচ্ছিলেন না এক বছরের চুক্তিতে।
সূত্রের খবর অনুযায়ী সোমবার সকালে এসসি ইস্টবেঙ্গলের কর্তাদের সঙ্গে চুক্তির অঙ্ক নিয়ে ঐক্যমত্যে পৌঁছন সম্ভব হয়েছে। অরিন্দম নিজেও ইস্টবেঙ্গলে যোগ দিতে ইচ্ছুক ছিলেন। তবে এখনই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির অঙ্ক সম্পর্কে সেরকম কিছু জানা যাচ্ছে না।
রবিবার ব্যক্তিগত কাজে দিল্লিতে ছিলেন অরিন্দম। সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে নেমে সোজা এসসি ইস্টবেঙ্গলের অফিসে চলে যান তিনি। জানা গেছে সেখানেই চুক্তি নিয়ে জটিলতা কেটে যায়। গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপারকে রবি ফাওলারের কোচিংয়ে খেলতে দেখা নিয়ে একরকম নিশ্চিত সমর্থকরা।
পাশাপাশি আরও একটি ট্রান্সফার রিউমার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে,ব্রাজিলিয়ান বিশ্বকাপার ডাভিড লুইসের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। তবে এ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। লুইসের মতো ব্রাজিয়ান তারকা লাল-হলুদের হয়ে খেললে সেটা আইএসএল-এর কোনও টিমের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা হবে।
লাল-হলুদ সমর্থকরা এখন ফিঙ্গার ক্রস করেই অধির আগ্রহে চুক্তি সম্পাদনের দিয়ে তাকিয়ে রয়েছে।