Dhoni & Virat
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন T20 বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা করল BCCI। দলের সুযোগ পেয়েছেন সূর্য় কুমার যাদব এবং ঈশান কিশান। এছাড়াও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকেও রাখা হয়েছে টিমে।
এক ঝলকে দেখে নিন টিমের সদস্যদের:


বিরাট কোহলি (ক্যাপ্টেন)
রোহিত শর্মা (ভাইস ক্যাপ্টেন)
কে এল রাহুল
সূর্যকুমার যাদব
ঋষভ পন্থ (উইকেট কিপার)
ঈশান কিশান (উইকেট কিপার)
হার্দিক পান্ডিয়া
রবীন্দ্র জাদেজা
রাহুল চাহার
রবিচন্দ্রন অশ্বিন
অক্ষর প্যাটেল
বরুণ চক্রবর্তী
যশপ্রীত বুমরা
ভুবনেশ্বর কুমার
মহম্মদ শামি


দলে সবচেয়ে বড় চমক মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভুক্তি। এই প্রথম ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হতে চলেছেন MSD। আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ ক্লাবের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন BCCI সচিব জয় শাহ।

Share it