নিউজ ওয়েভ ইন্ডিয়া: অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমসে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের জয় জয়কার। দুদিনে মোট আটটি সোনা, পাঁচটি রুপো এবং একটি ব্রোঞ্জ মেডাল জয় করেছে সবুজ মেরুন শিবিরের অ্যাথলিটরা।
সোমবার গেমসের শেষদিনে পুরুষদের ৮০০মিটার দৌড়ে সোনা জিতেছে সোদপুরের সায়ন কর্মকার। ১.৫৫.২ সেকেন্ড সময় করে সোনা এনেছে সে। ২ কেজি বিভাগে ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছে মোহনবাগানের প্রসেনজিৎ পাত্র। ৩৯.৩৭মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়েছে সে। ১০০মিটার দৌড়ে দ্রুততম পালতোলা নৌকো শিবিরের সফিকুল মণ্ডল। ১০.৭ সেকেন্ড সময় করেছে সে। ওই বিভাগেই দ্বিতীয় হয়েছে বাপি শেখ। মেয়েদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছে ইনকাম ট্যাক্স এসআরসির রাজশ্রী প্রসাদ। তার সময় ১১.৯ সেকেন্ড। পুরুষদের ত্রিপল জাম্পে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের পিন্টু পাল সেরা হয়েছে।
মেয়েদের ৪০০মিটার দৌড়ে প্রথম হয়েছে ইস্টার্ন রেলওয়ে এফসির সোনিয়া বৈশ্য। মহিলা ১ কেজি বিভাগে ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছে ইস্টবেঙ্গলের ঝুমা বসু। মহিলা ১৫০০ মিটার দৌড়ে সেরা পাইওনিয়ার এসএর মুক্তি বায়েন। রুপো পেয়েছে মোহনবাগানের অনন্যা রাজবংশী। মেয়েদের হাই জাম্পে সোনা পেয়েছে শিলিগুড়ি এমকেপির প্রমীলা রাজগর। ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা পেয়েছে মালদা ডিএসএ-র তিলক মন্ডল। সোমবার সল্টলেকের SAI-এ শেষ হয়েছে অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমস।