নিউজ ওয়েভ ইন্ডিয়া: যুবভারতীতে শেষ দশ মিনিটে তিন গোলের নাটক। সুনীল ছেত্রী ও সাহাল আবদুল সামাদের সৌজন্যে ২-১ গোলে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস পেল ভারত। ম্যাচের ৮৪ মিনিটে সুনীলের অসাধারণ ফ্রি কিক থেকে গোলে এগিয়ে যায় ভারত। এর তিন মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় আফগানিস্তান। ইনজুড়ি টাইমে সাহালের গোলে জয় আসে ব্লু টাইগারদের।
ম্যাচের প্রথমার্ধে দাপট দিল সুনীলদের। প্রবল চাপে বারবার আফগান ডিফেন্স ভেঙে পড়ছিল কোলাসো, আশিকদের সামনে। পরপর কর্নার আদায় করে নিচ্ছিলেন জিকসন, রোশনরা। কিন্তু আফগানদের শারীরিক সক্ষমতা ও উচ্চতার সামনে হেডে গোল করতে ব্যর্থ হচ্ছিল ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতে আকাশের ক্রসে হেড করে মনবীর পাঠিয়েছিলেন সুনীলের কাছে। বলে মাথা ঠেকাতে পারলেই গোল পেয়ে যেত ভারত। কিন্তু সেটাই করতে পারলেন না সুনীল। এরমধ্যে বারবার বিপজ্জনক ফাউল করছিল আফগান ফুটবলাররা। একটা সময় ম্য়াচে দাপট দেখাতে শুরু করে লাল জার্সিধারীরা। খেলা। শনিবার প্রথম থেকেই পুরো খেলায় অফ ফর্মে ছিলেন সুনীল ছেত্রী। এমনই সময় ৮৪ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় ভারত। সেট পিস থেকে অসাধারণ শটে গোল করে দলকে এগিয়ে দেন সেই সুনীলই। যুবভারতী গর্জে ওঠে সুনীলের গোলে।
এরপরেই তাঁকে তুলে সাহাল আব্দুল সামালকে নামান কোচ ইগর স্টিম্যাক। ৮৯ মিনিটে সেই গোল শোধও করে আফগানিস্তান। জাওয়াদ আমিরি কর্নার থেকে আসা বলে হেড দিয়ে গোল করে যান। যুবভারতীর গ্যালারিতে তখন পিন পড়লেও শব্দ শোনা যেত। কিন্তু, তখনও যে নাটক বাকি তা বোধ হয় বোঝেনি কেউই। ইনজুরি টাইমে ৯২ মিনিটের মাথায় আশিক কুরুনিয়ানের পাস থেকে সাহালের শট জালে জড়িয়ে যেতেই ফের গর্জনে ফেটে পড়ে গ্যালারি। খেলার মাঝে দুদলের খেলোয়াড়রা মাথা গরম করছিলেন। ম্যাচের পরেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদেশের ফুটবলাররা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের হস্তক্ষেপে তা মিটে যায়। ১৪ জুন হংকং-এর বিরুদ্ধে খেলবে ভারত।