Emami East Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাল-হলুদে অবশেষে ইনভেস্টর ইস্যুতে জট কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। আসন্ন ISL-এ ইস্টবেঙ্গলে বিনিয়োগ করবে ইমামি গ্রুপ। মুখ্যমন্ত্রী নবান্নে দেবব্রত সরকার ও ইমামি কর্তাদের উপস্থিতিতে এই ঘোষণ করেন।

বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “আজ দু’পক্ষই আমার এখানে চা খেতে এসেছিল। দু’পক্ষই রাজি হয়েছে। যার ফলে ইস্টবেঙ্গলের ISL খেলার যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা মিটে যাবে।”

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ইমামি গ্রুপকে ক্লাবে স্বাগতও জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা।

তবে শোনা যাচ্ছে শুধু ISL টুর্নামেন্টের জন্যই নাকি ইমামি বিনিয়োগ করবে। কলকাতা লিগ আর IFA শিল্ডে স্পনসরের সৌজন্যেই নামবে লাল-হলুদ ব্রিগেড। এবার দেখার ইমামির সঙ্গে শতবর্ষ প্রাচীন ক্লাবের এই গাঁটছড়া ISL ময়দানে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কি না।

Share it