নিউজ ওয়েভ ইন্ডিয়া: বেঙ্গল অলিম্পিক অ্য়াসোসিয়েশনের উদ্যোগে অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমসের আসর বসেছে সল্টলেকের SAI-এ। কোভিড পরিস্থিতির জন্য দুই বছর বন্ধ ছিল এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল আসর বসেছে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ MAKAUT-এর মাঠে। বেশিরভাগ ইভেন্টই হচ্ছে ওই মাঠে। SAI-এ হকি, আর্চারি এবং অ্যাথলেটিক্স-এর আসর বসেছে। সংস্থার সহ সভাপতি কমল কুমার মৈত্র জানিয়েছেন, সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।
প্রাক্তন অ্যাথলিট রহমতুল্লাহ মোল্লা বলেন, এই ধরনের প্রতিযোগিতা যত বেশি আয়োজন হবে ততই ছেলেমেয়েদের মধ্যে খেলাধূলার প্রতি ঝোঁক বাড়বে।
এদিন মেয়েদের লং জাম্পে মোহনবাগানের ডালিয়া পারভিন ৫.৬৪ মিটার লাফিয়ে প্রথম হয়েছেন। পুরুষ বিভাগে লং জাম্পে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের পিন্টু পাল ৭.১৬ মিটার লাফিয়ে সেরা হয়েছেন। ৮০০ গ্রাম জ্যাভলিন থ্রোয়ে মোহনবাগানের অনিমেষ মুখোপাধ্যায় প্রথম হয়েছেন। ছেলেদের ১৫০০মিটার দৌড়ে সেরা হয়েছেন পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মানস দাস। মেয়েদের ৮০০ মিটার দৌড়ে পাপিয়া খাতুন সোনা জিতেছেন। ছেলেদের ৪০০ মিটার দৌড়ে ইস্টবেঙ্গলের কর্ণ বাগ প্রথম হয়েছেন। শটপাটে মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহনবাগানের প্রীতি চক্রবর্তী। মহিলা বিভাগে দুশো মিটার দৌড়ে সোনা জয় করেছেন মোহনবাগানের তনুশ্রী পোড়েল। পুরুষদের দুশো মিটার দৌড়ে সেরা মোহনবাগানের বাপি শেখ। দ্বিতীয় করুনাময় মাহাত।