নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৪০ বছর পর কলকাতা লিগ জয়ের উদযাপন বেশ জাকজমক করেই পালিত হল মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গনে। লিগ জয়কে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি মহামেডান কর্তারা। এককথায় বুধবার চাঁদের হাট বসেছিল ক্লাব তাঁবুতে। প্রাক্তন ফুটবল তারকা থেকে শুরু করে ক্লাবের বর্তমান ফুটবল তারকারা সকলেই উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে। ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু।
আন্তরিক উষ্ণতা মাখা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের নতুন প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি, শীর্ষ কর্তা কামারুদ্দিন, সচিব দানেশ ইকবাল, ফুটবল ম্যানেজার বেলাল আহমেদ। ছিলেন IFA সচিব জয়দীপ মুখার্জি, প্রেসিডেন্ট সুব্রত দত্তও। এছাড়া লিগজয়ী ক্লাবের কোচ ও অধিনায়ক সহ গোটা দলকেই এদিন সংবর্ধনা জানানো হয়।
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে মহমেডান স্পোর্টিং যাতে ISL খেলতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন। মন্ত্রী অরূপ বিশ্বাস আগামী ৬ মাসের মধ্যে মহমেডান মাঠ নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তাদের।
পরিশেষে ক্লাব প্রাঙ্গনে মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা রাখা হয়েছিল। ক্লাব কর্তারা জানিয়েছেন, আগামী দিনে আই লিগ জিততে পারলে আরও বড় করে সেলিব্রেশন করা হবে।