Practice of ATK Brigade (Pic Courtesy: ATK Mohun Bagan)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “ডার্বি জয় অতীত। মুম্বই সিটি এফসি নতুন ম্যাচ। সেই ম্যাচেই দিকে লক্ষ্য রেখেই মাঠে নামব।” বুধবার গতবারের ISL চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন কোচ অ্যান্তোনিও লেপেজ হাবাস।

সেইসঙ্গে তিনি বলেন, “গতবারে ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে হারের কথা মাথায় রাখছি না। এটা সম্পূর্ণ নতুন মরসুম। নতুন ম্যাচ। তাই ডার্বি জয় ভুলে ওই ম্যাচ নিয়েই প্রস্তুতি নিচ্ছি।”

Share it