নিউজ ওয়েভ ইন্ডিয়া: হঠাৎই অচেনা এটিকে মোহনবাগানকে দেখা গেল ISL-এ। বহু বছর এমন সবুজ মেরুন দলের দেখা পায়নি ফুটবলপ্রেমীরা। মুম্বই সিটি এফসি-র কাছে ১-৫ গোলে লজ্জার হার কেন তা নিয়ে এখন কাটাছেড়া চলবে। তবে ডিফেন্সে যে মারাত্মক গলদ বুধবার সন্ধ্যার ম্যাচে খুঁজে পাওয়া গেল, তা মেরামত কীভাবে করবেন হাবাস তা নিয়ে চিন্তা থেকেই গেল।
ম্যাচের চার মিনিটের মাথায় প্রথম গোল খায় এটিকে মোহনবাগান। সেই শুরু। তারপর থেকে এক বারের জন্যেও তারা ঘুরে দাঁড়াতে পারেনি। যত খেলা গড়িয়েছে, ততই ম্যাচ থেকে হারিয়ে গেছে সবুজ মেরুন ব্রিগেড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দীপক টাংরি লাল কার্ড দেখায় আরও সমস্যায় পড়ে যায় এটিকে মোহনবাগান। মুম্বই তখন দুরন্ত ছন্দে। হাবাসের দলের ১০ জনে হয়ে যাওয়ার পুরো সুযোগ নিতে সক্ষম হয় দেশ বাকিংহ্যামের দল। প্রথমার্ধের তিনটের পর দ্বিতীয়ার্ধে আর দুটো গোল করে ৫-০ এগিয়ে যায় মুম্বই। ৬০ মিনিটের মাথায় বুমোসের জায়গায় নামা ডেভিড উইলিয়ামস বক্সের বাইরে থেকে জোরালো শটে একটি গোল শোধ করেন।
ম্যাচের পর রেফারিং নিয়ে অসস্তুষ্ট কোচ হাবাস সাংবাদিক সম্মেলনেও আসেননি। সূত্রের খবর রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে সংগঠক FSDL-কে চিঠি দিতে চলেছে ATK Mohun Bagan।