নিউজ ওয়েভ ইন্ডিয়া: টানা তিন ম্যাচ ড্র-এর পর অবশেষে জয়ের মুখ দেখল সাদা-কালো ব্রিগেড। মার্কাস ও হেনরির সৌজন্যে ২-০ গোলে নেরোকা এফসিকে হারাল মহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও এখনও লিগ টেবিলে ১৫টি ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকছে চেরনিশভের দল। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মনোজ মহম্মদ।
শনিবার নৈহাটি স্টেডিয়ামে খেলার ১৭ মিনিটের মাথায় নেরোকার ডিফেন্সের ভুল থেকে গোল করে দলকে ১-০-এ এগিয়ে দেন ক্যারিবিয়ান ফরোয়ার্ড মার্কাস জোসেফ। নেরোকার এক ডিফেন্ডারের মিস পাশ ধরে অবলীলায় গোল করেন মার্কাস। যদিও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সেই মার্কাসই। একা গোলকিপারকে পেয়েও গোল করতে ব্যর্থ হন মহামেডান গোলমেশিন।
খেলার একেবারে শেষে ইনজুরি টাইমে ফের নেরোকা ডিফেন্সের ভুল ক্লিয়ারিং থেকে বল পেয়ে বক্সে উঠে আসেন মার্কাস। যদিও এক্ষেত্রে তিনি নিজে গোল না করে হেনরি কিসেকার উদ্দেশ্যে বল পাস করে দেন। ফাঁকা গোলে বল ঠেলতে কোনও ভুল করেননি হেনরি। দলের এই জয়ে খুশি হেড কোচ আন্দ্রে চেরনিশভ থেকে ফুটবল ম্যানেজার দীপেন্দু বিশ্বাস সকলেই।
এই জয়ের পরে গোকুলাম কেরালা এফসির সঙ্গে পয়েন্টের তফাৎ দাঁড়াল মাত্র ৩। এদিন চার্চিলের সঙ্গে ১-১ গোলে গোকুলাম ম্যাচ ড্র করায় কিছুটা সুবিধে হয়েছে মহামেডানের।