সেমিফাইনালের আগে অনুশীলনে বাংলা দল
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শুক্রবার কেরলে সন্তোষ ট্রফি সেমিফাইনালে মণিপুরের মুখোমুখি হচ্ছে বাংলা দল। মণিপুরকে হারিয়ে ফাইনালে যেতে বদ্ধপরিকর রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। গত তিনদিন দলকে কড়া অনুশীলন করিয়েছেন হেড কোচ রঞ্জন ভট্টাচার্য। দলের শক্তি ও দুর্বলতা দুটোই ছেলেদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ, প্রতিটি বিভাগেই ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন।

আত্মবিশ্বাসী কোচ জানিয়েছেন অনেক সুযোগ আসবে গোলের। সেগুলোর সদ্ব্যবহার করতে পারলেই মণিপুরকে হারানো কঠিন নয় বলে মনে করছেন রঞ্জন ভট্টাচার্য। দলে চোট আঘাতেরও সমস্যা নেই বলে দাবি করেছেন তিনি। অপর সেমি ফাইনালে কেরলের মুখোমুখি হচ্ছে কর্ণাটক। ফাইনালে উঠলে বাংলাকে কেরল বা কর্ণাটকের মধ্যে কোনও এক দলের মুখোমুখি হতে হবে।

Share it