নিউজ ওয়েভ ইন্ডিয়া: করোনার জন্য দু’বছর বন্ধ ছিল রাজ্য অ্যাথলেটিক মিট। এবার করোনার প্রকোপ কমতেই রাজ্য অ্যাথলিট মিট আয়োজন করতে উদ্য়োগী হয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। তিন দফায় এবার আয়োজিত হচ্ছে ৭০তম রাজ্য সিনিয়র অ্যাথলেটিক মিট। সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ৫ থেকে ৮ মে পর্যন্ত বসবে এই আসর। ৩০ ও ১ মে অনূর্ধ্ব ১৪ বিভাগে ৭০ তম জুনিয়র অ্যাথলেটিক মিট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চন্দননগরের শহিদ কানাইলাল ক্রীড়াঙ্গনে।
সোমবার প্রেস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের তরফে। উপস্থিত ছিলেন সংস্থার সচিব কমল কুমার মৈত্র, সহ সভাপতি কমলেশ চট্টোপাধ্যায়, অ্যাথলিট রহমতুল্লাহ মোল্লা সহ বিশিষ্টরা। সচিব কমল কুমার মৈত্র বলেন, এবার যত বেশি সংখ্যাক জেলাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। আগামী বছর যাতে রাজ্যের সমস্ত জেলাকে এই মিটে অন্তর্ভুক্ত করা যায় সেই চেষ্টা করা হবে। হাজারেরও বেশি অ্যাথলিট এবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সল্টলেক ও সাইয়ে তাদের থাকা, খাওয়ার সমস্তরকম বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সহ সভাপতি কমলেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন, স্বপ্না বর্মণ, মৌমিতা মণ্ডল, হিমশ্রী রায় সহ বেশ কয়েকজন নামী অ্যাথলিট এতে অংশ নেবেন। অ্যাথলিট রহমতুল্লাহ মোল্লা জানিয়েছেন, করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর এই মিট চালু হচ্ছে। এতে তাঁরা আনন্দিত। এই মিট থেকে আগামীদিনের প্রতিভাবান অ্যাথলিটরা উঠে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
শেষ পর্যায়ে কোচবিহার স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৮ ও ১৬ বিভাগে ৭০তম ইন্টারমিডিয়েট গ্রুপ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সংস্থার কর্তারা। এই মিট ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত চলবে।