নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ম্যাচ জেতা হল না মহামেডান স্পোর্টিং ক্লাবের। ডুরান্ড কাপের গ্রুফ লিগের চতুর্থ ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু, অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল মহামেডানকে। যদিও অপারেজয় থাকায় গ্রুপ শীর্ষে থেকেই নক আউট রাউন্ডে গেল চেরনিশভের দল।
ম্যাচের প্রথমার্ধে ১৩ মিনিটের মাথায় প্রীতম সিং গোল করে দলকে এগিয়ে দেন। আভাস থাপার মাটি ঘেঁষা ক্রশ থেকে জোরালো শট নিয়েছিলেন শেখ ফৈয়াজ। কিন্তু বেঙ্গালুরুর গোলকিপার তা সেভ করে দেন। ফিরতি বলে শট নিয়ে বল গোলে ঢোকান প্রীতম সিং। খেলার দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটের মাথায় বেঙ্গালুরুর প্রবীর দাসের দূরপাল্লার জোরালো শট দুর্দান্ত সেভ করেন মহামেডান গোলকিপার জোথান মাওউয়া। ৬৩ মিনিটের মাথায় অভিষেক হালদারের শট বাঁচান বেঙ্গালুরু গোলকিপার। ৭৩ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান অভিষেক। এরপর ১০ জন মিলে দারুন লড়াই করে সাদা-কালো ব্রিগেড। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে কর্নার থেকে বেঙ্গালুরুর শিবা গোল শোধ করে সমতা ফেরান।
তবে মহামেডানের খেলায় এদিন যথেষ্ট খুশি টিম ম্যানেজমেন্ট। অল্পের জন্য জয় হাতছাড়া হওয়ায় আফশোস যাচ্ছে না ফুটবল কর্তাদের।