আবিওলা দাউদার জোড়া গোলে ৩-০-এ কেরালা বধ মহামেডানের
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তিনি এলেন, দেখলেন, জয় করলেন। একথা এখন অনায়াসেই বলে দেওয়া যায় মহামেডান স্পোর্টিং ক্লাবের নবাগত বিদেশি আবিওলা দাউদার ক্ষেত্রে। মূলত তাঁর জোড়া গোলের সুবাদে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল চেরনিশভের দল। আবিওলা দাউদা ছাড়াও গোল করেছেন বহু যুদ্ধের নায়ক শেখ ফৈয়াজ। ১৭ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। কেরালা বক্সের বাম দিক থেকে মার্কাস জোসেফ জমি ঘেঁষা ক্রশ করেছিলেন। তাতে পা ছুঁইয়ে ১-০ গোলে মহামেডানকে এগিয়ে দেন শেখ ফৈয়াজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় শেখ ফৈয়াজের থ্রু পাস ধরে দুর্দান্ত গোলে মহামেডানের ব্যবধান বাড়িয়ে দেন আবিওলা দাউদা। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় কেরালা বক্সের বাম দিক থেকে অভিষেক আম্বেকরের ক্রশ থেকে ফের গোল করেন নাইজেরিয়ান গোলমেশিন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

প্রথম ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করে দলকে ডুরান্ডের সেমিফাইনালে তুলেছেন দাউদা। এছাড়াও এদিন বাড়তি দায়িত্ব নিয়ে খেলে দলকে জয় এনে দিয়েছেন শেখ ফৈয়াজও। সেমিফাইনালের ছাড়পত্র পাওয়ায় দলের পারফরমেন্সে দারুন খুশি টিম ম্যানেজমেন্ট।

Share it