নিউজ ওয়েভ ইন্ডিয়া: অজি সেন্ট্রাল মিডফিল্ডার কবে কলকাতায় আসছেন তা জানিয়ে দিল ইমামি ইস্টবেঙ্গল। লাল-হলুদ মিডিয়া ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার রাত ১০.৩৫-এ দমদম বিমানবন্দরে অবতরণ করবে তাঁর বিমান। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে কলকাতায় আসছেন ২৪ বছরের ACL খেলা এই মিডফিল্ডার।
দলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্জন ও’দোহার্টি নিউক্যাসল জেটের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন গত মরসুমে। পাশাপাশি অজি অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের ফুটবলারও তিনি। ২০২২-২৩ মরসুলে ISL-এ সর্বকনিষ্ঠ ফুটবলার হতে চলেছেন তিনি। হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন নিজে পছন্দ করে এনেছেন ২৪ বছরের এই সেন্ট্রাল মিডফিল্ডারকে। মিডফিল্ডের তাঁর বল কন্ট্রোলিং নজর কাড়ার মতো হলে জানা গেছে পাসিং এবিলিটিতে কিছুটা পিছিয়ে আছেন দোহার্টি। তবে পুরোদমে যতক্ষণ না তিনি দলের সঙ্গে অনুশীলনে নামছেন, ততক্ষণ তাঁর সম্পর্কে শেষ কথা বলার সময় আসেনি।
এদিকে শনিবারই ডুরান্ড কাপে মুম্বই এফসির বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। তার আগে শুক্রবার পূর্ব ঘোষণা মতো ক্লোজড ডোর অনুশীলন করলেন ইভান, সৌভিকরা। অনুশীলনে পুরোদস্তুর গা ঘামাতে দেখা গেছে সার্থক গলুইকেও। সূত্রের খবর, তিনি এখন চোট সারিয়ে একেবারে ফিট। শনিবার মুম্বই এফসির বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনাও প্রবল। পরপর দুটি ম্যাচে হলুদ কার্ড দেখায় মুম্বইয়ের বিরুদ্ধে সাইড লাইনে বসতে হচ্ছে ইভান গঞ্জালেসকে। তাঁর জায়গায় শনিবার কিশোর ভারতীতে মাঠে নামতে পারেন সার্থক।