চলে গেলেন আশির দশকে মোহনবাগানের রক্ষণভাগের অন্যতম নিয়মিত খেলোয়াড় সত্যজিৎ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। সোমবার সকালে হুগলির ব্যান্ডেলের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
১৯৮২ সালে রেলওয়ে এফ সি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন সত্যজিত ঘোষ। ১৯৮২ থেকে ১৯৮৬ এবং ১৯৮৮ সালে তিনি মোহনবাগানের প্রতিনিধিত্ব করেছেন।
আশির দশকের মধ্যভাগে মোহনবাগানের ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন সত্যজিত ঘোষ। ১৯৮৫ সালে কোচিতে চতুর্থ নেহেরু গোল্ড কাপে ভারতীয় দলের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সন্তোষ ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করেছেন ১৯৮৩ ও ১৯৮৪ সালে। তাঁর অকালপ্রয়াণে বাংলার ফুটবল জগতে এক শূন্যতার সৃষ্টি হল।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার মোহনবাগান তাঁবুতে ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে।