দুর্দান্তভাবে ISL-র প্রস্তুতি শুরু করে দিল SC East Bengal। প্রথম প্রস্তুতি ম্যাচে কিভু ভিকুনার Kerala Blasters FC-কে ৩-১ গোলে হারিয়ে দিল রবিউ ফাউলারের SC East Bengal। দেরিতে অনুশীলন শুরু করলেও তারা যে ISL-এর অন্য দলগুলোর থেকে খুব একটা পিছিয়ে নেই আজ বা প্রমাণ করলেন জ্যাক মাঘমা-রা।
এদিনের ম্যাচে জোড়া গোল করেন অ্যান্টনি পিলকিংটন। ম্যাচের তৃতীয় গোলটি করেন ইয়ুংথাম গোপী। বলবন্ত সিংয়ের একটি গোল অফ সাইডের জন্য বাতিল করা হয়। কেরালা ব্লাস্টার্সের হয়ে এক মাত্রে গোলটি করেন গ্যারি উপার।
এদিনের খেলায় পাঁচটি বিদেশি ফুটবলার বদল করা হয়। ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সে খুশি ফাউলার। তিন প্লেয়ারদের সার্বিক ফিটনেস ও স্কিলে সন্তুষ্ট বলে দেখা গেল হেড কোচ রবি ফাউলারকে। আগামী ১৪ নভেম্বর জামশেদপুর FC-র বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে লাল-হলুদ শিবির।