Share it

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে দলের নতুন জার্সি প্রকাশ করল ATK মোহনবাগান। কোটি কোটি সমর্থকদের মুখে ফুটল তৃপ্তির হাসি। হোম ও অ্যাওয়ে দুটি জার্সিই প্রকাশ করা হয়েছে দলের তরফে।

আর মাত্র ৮ দিন বাকি ISL-এর ঢাকে কাঠি পড়তে। তার আগে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার দলের জার্সি প্রকাশের কথা ঘোষণা করে ATK মোহনবাগান কর্তৃপক্ষ। হোম ও অ্যাওয়ে দুটি কিটেরই ছবি প্রকাশ করা হয়েছে। হোম জার্সিতে ঐতিহ্যশালী সবুজ মেরুনের সঙ্গে সঙ্গে সাদা স্ট্রাইপও থাকছে। অ্যাওয়ে জার্সিতে সাদা জার্সির ওপর সামনের দিকে দুটি সবুজ ও মেরুন স্ট্রাইপ রয়েছে।

গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। আবার আইলিগ জিতেছিল মোহনবাগান। দুই পক্ষের সাফল্যকেই স্বীকৃতি দিয়ে জার্সিতে চ্যাম্পিয়ন শব্দটি রাখা হয়েছে। নতুন জার্সি দেখে খুশি সমর্থকরা। ফলে জার্সি বিতর্কের সমাধান হল বলেই মনে করছে ফুটবল মহল।

Share it