আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। করোনা আবহেই দেশের সেরা ফুটবল লিগের হাত ধরে দীর্ঘ আটমাস পর মাঠে গড়াবে ফুটবল। দর্শকশূন্য জিএমসি স্টেডিয়ামে ATK মোহনবাগানের মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি।
𝐎𝐍𝐄 𝐌𝐎𝐑𝐄 𝐒𝐋𝐄𝐄𝐏(𝐋𝐄𝐒𝐒 🌒)#HeroISL 2020-21 🏆#LetsFootball pic.twitter.com/DMDrMDngrs
— Indian Super League (@IndSuperLeague) November 19, 2020
গত মরশুমে হিরো ISL-এ ATK এফসি-কে চ্যাম্পিয়ন করেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। অপরদিকে গত বার হিরো আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা। ATK মোহনবাগান সংযুক্তিকরণের পূর্বে দুই দলের কোচই শুক্রবার মুখোমুখি হচ্ছে গোয়ায় জিএমসি স্টেডিয়ামে। দু’জনেই স্পেনীয় কোচ এবং সেখানকার ফুটবলের ঘরানাই উদ্বোধনী ম্যাচে দেখা যেতে পারে। যদিও দুই কোচই মানতে নারাজ যে লড়াইটা তাঁদের মধ্যে, “ফুটবলে আসল লড়াই হয় মাঠে, ফুটবলারদের মধ্যে”, বলেছেন ভিকুনা। দুই কোচই একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।
🚨MATCHDAY!!🚨
Our boys will battle it out in the season opener against @KeralaBlasters ! 🤩#Mariners, where will you be watching the match from? 🤔💭#ATKMohunBagan #JoyMohunBagan #KBFCATKMB #IndianFootball pic.twitter.com/tzVCqUyFbO
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 20, 2020
এ বারই প্রথম দেশের সেরা লিগ হিরো ISL-এ খেলতে দেখা যাবে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে। আগে দু’বার হিরো আই লিগ ও তিনবার জাতীয় লিগজয়ী জিতেছে মোহনবাগান। গত মরশুমে যে দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন হাবাস, সেই এটিকে এফসি-র বেশির ভাগ ফুটবলারকেই তিনি রেখেছেন তাঁর নতুন ক্লাব এটিকে মোহনবাগানে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সন্দেশ ঝিঙ্গন, শুভাশিস বসু, তিরি, ব্র্যাডেন ইনম্যান-দের মতো ফুটবলাররা। তাই এবার ATK মোহনবাগান দল হিসেবে অনেকটাই শক্তিশালী।
🟡🔵 𝕄𝔸𝕋ℂℍ𝔻𝔸𝕐 🟢🔴
We're 🔙 in action tonight 🤩
Come on you Blasters! #KBFCATKMB #YennumYellow #HeroISL pic.twitter.com/oJpZ9ZzLC3— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) November 20, 2020
রক্ষণের ছয় ফুটবলার প্রবীর দাস, প্রীতম কোটাল, সুমিত রাঠি, তিরি, ঝিঙ্গন ও শুভাশিস—প্রত্যেকেরই প্রথম দলে খেলার যোগ্যতা রয়েছে। মাঝমাঠেও তেমনই ১২জনের মধ্যে অন্তত ন’জনই প্রথম দলে কড়া নাড়তেই পারেন। চারজন ফরোয়ার্ডের মধ্যে তিনজনই সে রকম। সেই জন্যই হাবাস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “আমাদের সব বিভাগেই ভাল ভাল খেলোয়াড় রয়েছে। খুব ভাল দল হাতে আছে আমার। অনেককেই টানা খেলানো যাবে না, ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। অন্যান্যবারের তুলনায় রোটেশন বেশি করতে পারব। দীর্ঘ লিগে সেটা দরকারও”। শুক্রবার কোন এগারোজনকে নিয়ে শুরু করেন সেটাই দেখার।
যদিও সব ম্যাচই তিনি জিততে চান, তবে প্রথম ম্যাচ জেতা যে বরাবরই খুব গুরুত্বপূর্ণ, সেটা স্বীকার করে নিয়ে হাবাস এ দিন বলেন, “জয় দিয়ে শুরু করা সব সময়ই গুরুত্বপূর্ণ। বিপক্ষের লক্ষ্যও একই থাকে। তবে আমার কাছে প্রথম ম্যাচও যা পরের সব ম্যাচও তাই”। তবে প্রথম ম্যাচ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই নিশ্চয়ই সম্ভাব্য সেরা একাদশ দিয়েই শুরুটা করবে এটিকে মোহনবাগান।
চার ডিফেন্ডারে খেললে প্রীতম, প্রবীরের সঙ্গে হয়তো তিরি, ঝিঙ্গনকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে মাঝমাঠের চার ফুটবলার হতে পারেন হাভিয়ে হার্নান্ডেজ, এডু গার্সিয়া, জয়েশ রানে ও মাইকেল সুসাইরাজ এবং দুই ‘গোল মেশিন’ রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস তো আক্রমণে অবধারিত বাছাই।
কম যায় না কেরালা ব্লাস্টার্সও। কোচ কিবু ভিকুনা বলেছেন, “এই লিগে ধারাবাহিক ভাবে ভাল খেলে যাওয়াটা খুবই জরুরি। তা হলেই সেরা চারে থাকা যাবে”। গত বছর কেরলের দলটির সবচেয়ে বড় সমস্যা ছিল গভীরতার অভাব। পরপর চোট-আঘাতের পরে যেটা প্রকট হয়ে দাঁড়ায়। তাই এ বার দায়িত্ব নিয়েই ভিকুনা সেই সমস্যার সমাধান করার চেষ্টা শুরু করেন। নিয়ে আসেন নিশু কুমারের মতো বৈচিত্রপূর্ণ ডিফেন্ডারকে, যিনি ফুলব্যাক হিসেবে খেলা পছন্দ করলেও রক্ষণে যে কোনও পজিশনে খেলতে পারেন। জেসেল কার্নেইরোকে সঙ্গে নিয়ে নিশু দলের রক্ষণকে আরও মজবুত করবেন হয়তো। সঙ্গে দুই বিদেশি ডিফেন্ডার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন বাকারি কোন ও কোস্তা নামোইনেসু দুর্ভেদ্য রক্ষণ তৈরি করে দিতে পারেন। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা এই রক্ষণের দেওয়াল কী করে ভাঙবেন, সেটাই দেখার।
ঋত্বিক দাস, ধনচন্দ্র, রোহিত কুমার, নঙদাম্বা নাওরেমদের নিয়ে গড়া মাঝমাঠের অভিজ্ঞতা কম হতে পারে, তবে দুই বিদেশি মিডফিল্ডার ভিনসেন্তে গোমেজ ও সের্গিও সিদোনচা সেই অভাব পূরণ করে দিতে পারেন। গত মরশুমের দলের সেরা স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচের অভাবটা এ বার কী ভাবে পূরণ করবে কেরালা ব্লাস্টার্স, এটা একটা বড় প্রশ্ন। প্রাক্তন সেলটিক স্ট্রাইকার গ্যারি হুপার সেই অভাব পূরণ করতে পারবেন কি না, দেখার বিষয়। আরও একটা প্রশ্ন হল, রাহুল কেপি ও সাহাল আব্দুল সামাদদের সঙ্গে তিনি ঠিকমতো মানিয়ে নিতে পারবেন কি না।
নিজের দল নিয়ে ভিকুনা বলেছেন, “আমাদের দল নতুন হতে পারে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতির পরে নিজেদের মধ্যে একটা ভাল বোঝাপড়া গড়ে তুলেছে ওরা। আশা করি দল হিসেবে আমাদের ছেলেরা ভালই খেলব”। তবে শুরুতেই যে কঠিন দলের বিরুদ্ধে ম্যাচ, এই নিয়ে তাঁর বক্তব্য, “এই লিগে সব ম্যাচই কঠিন ও কোনও প্রতিপক্ষই সহজ নয়। প্রতি ম্যাচে আমাদের সেই মানসিকতা নিয়েই নামতে হবে। সে প্রথম ম্যাচ হোক বা অন্য কোনও ম্যাচ”।
সরাসরি দেখুন:
সন্ধ্যা ৭.৩০ থেকে
টিভিতে: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি