বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন JD(U) সভাপতি নীতিশ কুমার। এই নিয়ে টানা চার বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। হলেন সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল সাড়ে ৪টেয় ওই পদে শপথ নিলেন তিনি। পাটনায় রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহ্বান।
#WATCH: Nitish Kumar takes oath as the Chief Minister of Bihar for the seventh time – his fourth consecutive term. pic.twitter.com/5jcZXabSYw
— ANI (@ANI) November 16, 2020
পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নেন BJP নেতা তারকিশোর প্রসাদ ও রেনু দেবী। শপথ গ্রহণ করেন ক্যাবিনেট মন্ত্রীরাও। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র শীর্ষ নেতা অমিত শাহ, জে পি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিশ সহ আরও অনেকে।
Patna: Bharatiya Janata Party (BJP) leaders Tarkishore Prasad and Renu Devi take oath as the Deputy Chief Ministers of Bihar. pic.twitter.com/60kHuDDzOC
— ANI (@ANI) November 16, 2020
নভেম্বরের শুরুতে তিন দফায় বিহারে বিধানসভা নির্বাচন করা হয়। ফল ঘোষণা করা হয় ১০ নভেম্বর। ২৩৪টি আসনের মধ্যে সরকার গড়তে এককভাবে কোনও দলকে বা জোটকে ছুঁতে হত ম্যাজিক ফিগার ১২২। তবে তার থেকেও বেশি ১২৫টি আসনে জয়ী হয়ে সংখ্যা গরিষ্ঠতা পায় NDA জোট। RJD-র নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জয়ী হয় ১১০টি আসনে। সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দাবি জানায় NDA। রবিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের নামে সিলমোহর দেয় NDA জোট।