প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুকেশ আম্বানি (ফাইল ফোটো)
Share it

“সাহসী সংস্কারের সূচনা করে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার।” শনিবার এই মন্তব্য করেছেন শিল্পপতি মুকেশ আম্বানি। পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম ইউনিভার্সিটির সমাবর্তনের ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আবেগ, উদ্যোম ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্যই গোটা বিশ্ব নতুন ভারতের উত্থান দেখছে। নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস ও প্রত্যয় সারা দেশকে অনুপ্রাণিত ও উজ্জ্বলতর করে তুলেছে।”


নরেন্দ্র মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রীত্বের দিনের কথা স্মরণ করিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, “আমরা সকলেই জানি PDPU(পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি) মোদীজির ‘আত্মনির্ভর ভারত’ ভিশনেরই অন্তর্গত। আর এই ভিশনটাই তিনি দেখেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা কালীন। PDPU মাত্র ১৪ বছরে পড়ল। কিন্তু, এরমধ্যেই দেশের ২৫টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে।”


আগামীদিনে দেশের বিদ্যুৎতায়নের ভবিষ্যত সম্পর্কে মুকেশ আম্বানি বলেন, “সবুজ ও নীল হাইড্রোজেনের মতো নতুন শক্তির উৎস পেতে গেলে আমাদের ব্রেকথ্রু দরকার। সেইসঙ্গে প্রয়োজন শক্তি সঞ্চয়, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে দুর্দান্ত উদ্ভাবনী ক্ষমতা।”

Share it